Saturday, January 14, 2017

দীপিকা পৃথিবীর রানি: ভিন ডিজেল



সম্প্রতি ‘ট্রিপল এক্স: দ্য জেন্ডার কেইজ’-এর প্রিমিয়ার ও প্রচারণায় অংশ নিতে ভারতে এসেছিলেন হলিউড তারকা ভিন ডিজেল। দীপিকার সঙ্গে প্রিমিয়ারের মঞ্চে ‘লুঙ্গি ড্যান্স’ গানের সঙ্গে নেচে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি।
আইএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিজেল বলেন, “আমি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম কবে ভারতে আসবো। দীপিকা আমার দেখা অন্যতম সেরা একজন অভিনেত্রী। সে দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর তার মনটাও। তার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পেরে আমি গর্বিত।”
তিনি আরও বলেন, “ভারতে আসার ইচ্ছা আমার অনেক দিনের। প্রায় এক বছর আগে দীপিকার সঙ্গে আমার যখন পরিচয় হয় তখন সে আমাকে অনুরোধ করেছিলো আমাদের সিনেমার প্রিমিয়ার শো’টা যেন ভারতেই হয়। তার অনুরোধ রাখতেই আমরা এখন এখানে এসেছি।”
এ সময় দীপিকাকে ‘কুইন অফ দ্য ওয়ার্ল্ড’ বলেও মন্তব্য করেন এ তারকা! তিনি বলেন, “দীপিকা যদিও একজন ভারতীয় তবে সে হলো ‘কুইন অফ দ্য ওয়ার্ল্ড’। তার মধ্যে সেই গুণ আমি দেখতে পেয়েছি।”
‘ট্রিপল এক্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য জ্যান্ডার কেইজ’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২০ জানুয়ারি।

No comments:

Post a Comment

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুব...