Thursday, October 26, 2017

দুই বছর পর উদ্ধার সাংবাদিক জিনাত

খোঁজ মিললো অবশেষে। তাও দুই বছরের বেশি সময় পর। যেখানে তাকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন সবাই; সেখানে এই সন্ধান যেন চমক!
অপহৃত পাকিস্তানের ব্রডকাস্ট সাংবাদিক জিনাত শাহজাদি শুক্রবার (২০ অক্টোবর) বাড়ি ফিরেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি এবং দেশটির মিসিং পারসনস কমিশনের প্রধান জাভেদ ইকবাল জানিয়েছেন, বৃহস্পতিবার পাক-আফগান সীমান্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জিনাত শাহজাদিকে।
লাহোরে অটোরিকশা দিয়ে যাওয়ার সময় ২০১৫ সালের ১৯ আগস্ট তিনি নিখোঁজ হন।
তার মা বলেন, আমরা কল্পনাই করিনি তাকে ফিরে পাবো। দেশটির মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারপারসন আইএ রেহমান তার মায়ের বরাতে বাড়ি ফেরার কথা নিশ্চিত করেছেন।
পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ভারতীয়দের মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন এই নারী সাংবাদিক। সেকারণে কোনো উগ্র সংগঠন তাকে অপহরণ করে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো তুলে ধরেছে। বাকি তথ্য তার সঙ্গে কথা বলে জানা যাবে।
২৫ বছরের এই সাংবাদিক তার কাজের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেন। তার করা বেশ কয়েকটি রিপোর্টে তড়িৎ পদক্ষেপ নিতে বাধ্য হয় প্রশাসন।

No comments:

Post a Comment

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুব...