Tuesday, December 12, 2017

এবার বিয়ের পালা

বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী আনুশকা ও বিশ্বের অন্যতম নামি ক্রিকেটার বিরাট কোহলির রোমান্টিকতার সাসপেন্স পর্ব শেষ। প্রেম-বিচ্ছেদ-ফের প্রণয়ের পর বিবাহ অভিযানে এখন তারা।
 
মিডিয়ার সঙ্গে লুকোচুরি খেলে দু’জনেই সপরিবারে পাড়ি দিয়েছেন সুইজারল্যান্ড, রোম-ইতালির উদ্দেশে।
 
বৃহস্পতিবার রাতে ঢাউস ঢাউস ব্যাগ-সুটকেস নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে সুইস এয়ারওয়েজের বিমানে বাবা-মা-ভাইয়ের সঙ্গে চেপে বসেন বলিউড অভিনেত্রী আনুশকা।
 
বিয়ে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তর না দিয়ে হাসিমুখে চলে যান ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নায়িকা।
 
অন্যদিকে তিন-চারটি বড় বড় সুটকেস নিয়ে মা ও ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে রাত সাড়ে এগারোটা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছেন ক্রিকেটার বিরাট কোহলি। রাত পৌনে ৩টা নাগাদ তার বিমান ছাড়ে।
 
শুক্রবার তারা রোমে পৌঁছেন। মিডিয়ার নজর এড়ানোর জন্যই কোহলি ও শর্মা পরিবার আলাদা আলাদা বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আনুশকার এক ঘনিষ্ঠ বান্ধবী।
 
ভারতের সবচেয়ে ‘হটেস্ট কাপলের’ বিয়ে ঘিরে তুমুল উত্তেজনা বলিউড ও ক্রিকেট মহলে। ১১-১২ ডিসেম্বর মিলানের এক পাঁচতারা হোটেলে বসছে বিয়ের আসর। এখন শুধু বিয়ের মন্ত্র উচ্চারণ করে সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষা।
 
ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে বিয়ে করবেন আনুশকা। জানা গেছে, বিয়ের আগে সঙ্গীত, মেহেন্দির অনুষ্ঠান তাস্কানি ও মিলানের বিভিন্ন জায়গায় হবে। এদিন তাস্কানিতে থাকবেন বিরাট-আনুশকার আত্মীয়-বন্ধুরা।
 
তাস্কানি থেকে মিলানে বিয়ের আসরের দূরত্ব ১৫৫ মাইল। বিমানে পৌঁছতে সময় লাগবে মাত্র ৩৮ মিনিট।
 
আনুশকার প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বরাত’ ছবির নায়ক রনবীর সিং ও তার প্রেমিকা দীপিকা ‘পদ্মাবতী’ পাড়ুকোনও বিয়েতে থাকবেন। ইতিমধ্যেই রোমে পৌঁছেছেন দীপিকা পাড়ুকোন।
 
যশরাজ ফিল্মসের হাত ধরে আনুশকার বলিউডে যাত্রা শুরু। তাই আদিত্য চোপড়া ও রানী মুখার্জীকে বিয়েতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন আনুশকা।
 
অন্যদিকে ছোটবেলার কোচ, বন্ধু, গাইড রাজকুমার শর্মাকে সঙ্গে নিয়ে ইতালি যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

No comments:

Post a Comment

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুব...