মাকে হত্যার অভিযোগ উঠেছে মডেল ছেলের বিরুদ্ধে। এই অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ২৩ বছর বয়সী মডেল ছেলের নাম লক্ষ্য সিং। মা সুনিতা সিং ( ৪৫) এর সঙ্গে নিজের বাগদত্তাকে নিয়ে একই ফ্লাটে থাকত সে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মা ও ছেলে দুজনেই মাদকাসক্ত হয়ে পড়েছিল। শনিবার লক্ষ্য সিংকে আদালতে পেশ করা হয়। সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকবে সে।
পুলিশের আরেক কর্মকর্তা বলেন, লক্ষ্য জানিয়েছেন, আর্থিক বিষয়কে কেন্দ্র করে ঝগড়া হচ্ছিল। সে সময় মাকে ধাক্কা মারে তিনি। টাল সামলাতে না পেরে শৌচাগারের ভেতরে চলে যান সুনীতা। সেখানে থাকা বেসিনের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে মাথায় গুরুতর চোট পান সুনীতা। ইতোমধ্যে ছেলে বাইরে থেকে শৌচাগারের দরজা বন্ধ করে দেন। সকালে দরজা খুলতে দেখা যায়, মৃত অবস্থায় পড়ে রয়েছেন সুনীতা।
No comments:
Post a Comment